24 C
Dhaka
Friday, January 16, 2026

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার ঘটনায় দুই বিএনপি নেতা আটক, অস্ত্র উদ্ধার

advertisment
- Advertisement -spot_img

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি এলাকায় অভিযান চালিয়ে দুই বিএনপি নেতা আটক করেছে যৌথ বাহিনী। তারা স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে আটক হন।

সোমবার (২৪ মার্চ) সকালে তাদের আটক করা হয় এবং এ সময় তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল, একটি শুটার গান ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন রোকনুজ্জামান রোকন এবং কাঁকন হোসেন, যারা আপন ভাই এবং স্থানীয় বিএনপির সদস্য। পুলিশ জানায়, গত শনিবার রাতে বাহাদুরপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি শামীম আহমেদ এর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযানের সময় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে, আটক হওয়ার পর তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ