18 C
Dhaka
Saturday, January 17, 2026

গাজীপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

advertisment
- Advertisement -spot_img

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে তারা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত ‘রিহান টেক্সটাইল লিমিটেড’ নামে একটি কারখানার প্রায় ৪০০ শ্রমিক তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করে আসছিলেন। কিন্তু মালিকপক্ষ সময়ক্ষেপণ করছিল। মঙ্গলবার সকালে কাজে গিয়ে তারা কারখানার প্রধান ফটকে তালা ঝুলতে দেখেন। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, “শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ