18 C
Dhaka
Friday, January 16, 2026

বেতন-বোনাস না পরিশোধ করলে বিদেশ যেতে পারবেন না ১২ কারখানার মালিক: শ্রম উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করায় ১২টি পোশাক কারখানার মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এ বিষয়ে তথ্য দিয়েছে, এবং আজ থেকেই (মঙ্গলবার) নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।’ তিনি আরও জানান, ২৭ মার্চের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু ১২টি কারখানা তা করতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে পাঁচটি কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

উল্লেখযোগ্য, যেসব কারখানার মালিকরা নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে পারবেন না, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এম সাখাওয়াত হোসেন বলেন, ‘২৭ মার্চের পর অন্যান্য কারখানার বেতন-বোনাস পরিশোধ না করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এসব মালিকরা যতদিন পর্যন্ত বেতন-বোনাস পরিশোধ করবেন না, ততদিন পর্যন্ত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকবে।’

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ