18 C
Dhaka
Friday, January 16, 2026

প্রধান উপদেষ্টার ভাষণে জিয়াউর রহমানের নাম উচ্চারণ না করায় ‘হতাশ’ বিএনপি

advertisment
- Advertisement -spot_img

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নাম একবারও উল্লেখ না করায় হতাশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার, জিয়া উদ্যানে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল বলেন, “আমি অত্যন্ত হতাশ। গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে বক্তব্য দিয়েছেন, সেখানে নির্বাচনী রোডম্যাপের কোনো উল্লেখ ছিল না এবং তিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম একবারও উচ্চারণ করেননি।”

এছাড়া, মির্জা ফখরুল শেখ হাসিনার শাসন আমলে গণতন্ত্র ও মানবাধিকারের উপর চলমান অত্যাচারের কথা উল্লেখ করে বলেন, “জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিদ্রোহের মাধ্যমে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আবার গণতন্ত্র ফিরে পেয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ