18 C
Dhaka
Saturday, January 17, 2026

একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয়: নাহিদ ইসলাম

advertisment
- Advertisement -spot_img

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, একাত্তর এবং চব্বিশের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুদ্ধার হয়েছে।

বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, যারা একাত্তর এবং চব্বিশকে একে অপরের বিপরীতে দাঁড় করাতে চায়, তাদের উদ্দেশ্য সৎ নয়।

নাহিদ আরও জানান, ক্ষমতায় অধিকার লাভের জন্য যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয়, তা মেনে নেওয়া হবে না। তিনি বলেছেন, একদিকে নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্রও চলছে।

এছাড়া, তিনি বলেন, সংবিধান আঁকড়ে ধরে পুরনো ব্যবস্থায় দেশ পরিচালনার চেষ্টা করা হচ্ছে। এর আগে, জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এনসিপি নেতারা।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ