ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে পোস্ট দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পোস্টটি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে গেলে বিএনপি নেতাকর্মীদের সমালোচনার মুখে পড়েন তিনি।
তবে এসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল এবং ফিরে পাওয়ার পর তিনি পোস্টটি মুছে ফেলেছেন।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন জানান, এসিল্যান্ডের ফেসবুক পাসওয়ার্ড অনেকের কাছে ছিল বলে তিনি জানিয়েছেন। জেলা প্রশাসকের নির্দেশে আপাতত তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সুত্রা২৪


