20 C
Dhaka
Friday, January 16, 2026

ঈদযাত্রা নিরাপদ রাখতে র‍্যাবের তিন স্তরের নিরাপত্তা

advertisment
- Advertisement -spot_img

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে র‍্যাব তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন র‍্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

র‍্যাবের নিরাপত্তা পরিকল্পনার প্রথম স্তরে বাসস্ট্যান্ড ও জনবহুল শপিং সেন্টার এলাকায় ২৪টি পেট্রোল টিম টহল দেবে। দ্বিতীয় স্তরে, ছিনতাই ও প্রতারণা প্রতিরোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। তৃতীয় স্তরে, অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্ট্রাইকিং মোবাইল ফোর্স মোতায়েন থাকবে, যা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করবে।

তিনি সাধারণ যাত্রীদের সতর্ক করে বলেন, ভ্রমণের সময় অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো কিছু না খাওয়ার পাশাপাশি বাসা-বাড়ির নিরাপত্তা নিশ্চিত করে যেতে হবে। ঈদের আগে ও পরে যাত্রী ও নগরবাসীর নিরাপত্তায় র‍্যাব মাঠে থাকবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ