চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে আফসার আলী (২৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। তার কোমরে লুকানো ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
বিজিবির তল্লাশি দলের সদস্যরা ২৭ মার্চ সন্ধ্যায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আফসার আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা সুলতানপুর সীমান্তে এক বিশেষ টহল অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তির কোমরের বেল্টে থাকা স্বর্ণের বারগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় বিজিবি দর্শনা থানায় মামলা করেছে এবং জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
সুত্রা২৪


