24 C
Dhaka
Friday, January 16, 2026

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত

advertisment
- Advertisement -spot_img

আজ শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ বৈঠকে উপস্থিত রয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, এবং বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। এছাড়া বৈঠকে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ বৈঠকের মূল বিষয় হল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রপ্তানি খাতে সম্ভাব্য প্রভাব মোকাবেলা করা। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে যে, বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৭ শতাংশ বৃদ্ধি করা হবে, যা পূর্বে ছিল ১৫ শতাংশ।

এ পরিস্থিতিতে, বৈঠকে সরকারের নীতিনির্ধারকরা সম্ভাব্য কৌশল এবং আন্তর্জাতিক কূটনীতির পথে আলোচনা করবেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ