24 C
Dhaka
Friday, January 16, 2026

ফিলিস্তিন প্রসঙ্গে মুসলিম উম্মাহর দায়িত্ব নিয়ে আজহারির বার্তা

advertisment
- Advertisement -spot_img

ফিলিস্তিন সংকট ঘিরে বিশ্ব মুসলিমদের করণীয় বিষয়ে নিজের মতামত জানিয়েছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারি। রোববার (৬ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ইস্যুতে মুসলিমদের করণীয় ও আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথা বলেন।

স্ট্যাটাসে আজহারি লেখেন, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের হৃদয়বিদারক চিত্র ও ভিডিও দেখার পর ভীষণভাবে মর্মাহত হচ্ছেন। তবে আবেগের পাশাপাশি আত্মসমালোচনারও প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। আজহারি বলেন, “বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ নানা সমস্যায় আক্রান্ত। এর মূল কারণ হলো— আমরা জাতি হিসেবে আমাদের মৌলিক পরিচয় ভুলে গেছি।”

শুধু পণ্য বয়কট করেই দায়িত্ব শেষ নয়— এমন মন্তব্য করে আজহারি লেখেন, “আমরা যেন শুধুই প্রতিক্রিয়াশীল জাতি হয়ে না যাই। আমাদের উচিত ক্রিয়াশীল জাতিতে রূপান্তরিত হওয়া। নিজেদের শক্তিশালী করার জন্য আমাদের মানসম্মত পণ্য, শিক্ষা, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। কিন্তু আমরা এখনো সেই মানসিকতা তৈরিই করতে পারিনি।”

তিনি আরও বলেন, “আমরা শুধু বয়কট করতে জানি, কিন্তু বিকল্প কিছু তৈরি করতে পারিনি। এই দিক থেকে আমাদের বড় ঘাটতি রয়েছে। কারণ উন্নয়ন এবং উৎকর্ষের পেছনে যে ত্যাগ ও মনোযোগ দরকার, তা আমাদের মধ্যে অনুপস্থিত।”

শিক্ষা ও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরে আজহারি বলেন, “একজন মুসলমান যখন নিজের পেশায়, জ্ঞানে এবং গবেষণায় শক্তিশালী হয়, তখন গোটা উম্মাহর শক্তি বাড়ে। আর সে জন্যই রাসুল (সা.) বলেছেন— দুর্বল মুমিনের চেয়ে সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয়।”

তিনি সমসাময়িক মুসলিম সমাজের বাস্তবতাও তুলে ধরেন। লিখেন, “আজ মুসলিমরা নানা অবান্তর এবং অপ্রয়োজনীয় বিষয়ে সময় নষ্ট করছে। দিনকে দিন আমরা নিজেদের সামগ্রিকভাবে দুর্বল করে তুলছি। এভাবে চলতে থাকলে বিশাল মুসলিম জনসংখ্যা কোনো সংকটকালীন মুহূর্তেও কার্যকর ভূমিকা রাখতে পারবে না— যেমনটা এখন আমরা দেখছি।”

স্ট্যাটাসের শেষাংশে হাদিস থেকে একটি বর্ণনা উল্লেখ করে আজহারি লেখেন, “আবু দাউদের হাদিস (৪২৯৯) অনুযায়ী, রাসুল (সা.) বলেন, এমন এক সময় আসবে যখন জাতিগুলো তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে, ঠিক যেমন খাবারের টেবিলে সবাই একত্রিত হয়। একজন সাহাবি জিজ্ঞাসা করলেন, ‘হে আল্লাহর রাসুল, তখন কি আমরা সংখ্যায় কম হব?’ তিনি উত্তর দিলেন, ‘না, বরং তোমরা সংখ্যায় অনেক থাকবে, তবে হবে পানির ঢেউয়ে ভেসে যাওয়া আবর্জনার মতো— শক্তিহীন ও মূল্যহীন।’”

মাওলানা আজহারি তাঁর এই বক্তব্যের মাধ্যমে মুসলিম উম্মাহকে আত্মসমালোচনা, প্রস্তুতি এবং সৃজনশীলতা দিয়ে পথ নির্মাণের আহ্বান জানিয়েছেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ