20 C
Dhaka
Friday, January 16, 2026

ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে ঢাবিতে ছাত্র ও সাধারণ মানুষের বিক্ষোভ

advertisment
- Advertisement -spot_img

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ এবং ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’-র প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও সাধারণ মানুষের মিলিত বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে এক কণ্ঠে আওয়াজ তোলেন।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বিভিন্ন কলেজ-মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশ নেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা স্লোগানে মুখর করে তোলেন ক্যাম্পাস। ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরায়েল বয়কট’, ‘ইসলামের শত্রুদের হুঁশিয়ারি’সহ নানা স্লোগান তারা দেন। কেউ কেউ নেতানিয়াহু ও ট্রাম্পের বিরুদ্ধে কড়া প্রতিবাদও জানান।

বিক্ষোভকারীরা বলেন, ফিলিস্তিনের ওপর হামলা একটি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন, যা বিশ্ব সম্প্রদায়ের চোখে স্পষ্ট। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আরিফ বলেন, “গাজায় যে হত্যাযজ্ঞ চলছে, তা বিশ্ববাসীর চোখে পড়ছে না? জাতিসংঘ আজ কোথায়? মানবাধিকার সংস্থাগুলো কোথায়? আমরা আজ ফিলিস্তিনের পক্ষেই এখানে দাঁড়িয়েছি, এই গণহত্যা বন্ধ হতেই হবে।”

বিক্ষোভ থেকে সবাইকে ইসরায়েলি পণ্য বর্জনের পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, এখনই সময় বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ হয়ে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ