সিলেট নগরীতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ কর্মসূচির সুযোগ নিয়ে দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগে ১৪ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
সোমবার রাতভর অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
আটক ব্যক্তিরা হলেন—রাজন, ইমন (১৯), রাকিব (১৯), আব্দুল মোতালেব (৩৫), মিজান আহমদ (৩০), সাব্বির আহমদ (১৯), জুনাইদ আহমদ (১৯), রবিন মিয়া (২০), সৈয়দ আল আমিন তুষার (২৯), মোস্তাকিন আহমদ তুহিন (১৯), দেলোয়ার হোসেন (৩০), রিয়াদ (২৪), তুহিন (২৪) ও আল নাফিউ (১৯)।
পুলিশ জানায়, সোমবারের বিক্ষোভ কর্মসূচির আড়ালে দরগাহ গেট, চৌহাট্টা, মিরবক্সটুলা, জিন্দাবাজারসহ কয়েকটি এলাকায় বাটা, কেএফসি ও ডোমিনো পিজ্জাসহ বিভিন্ন দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত।
বিশেষ করে বাটার শোরুম থেকে লুট করা জুতা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিক্রির জন্য পোস্ট করা হয়। সেইসব পোস্টের ভিত্তিতে পুলিশ অভিযানে নামে এবং জুতাসহ অভিযুক্তদের আটক করে।
ওসি জিয়াউল হক বলেন, “ঘটনার সময় যেসব ব্যক্তি লুটপাটে জড়িত ছিল, তাদের শনাক্ত করে আটক করা হয়েছে। ফেসবুকে বিক্রির পোস্ট তদন্তে বড় ভূমিকা রেখেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আইজিপির কড়া বার্তা
ঘটনার পরপরই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, ইসরায়েলবিরোধী বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না নিতে পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।