বাংলা নববর্ষকে সামনে রেখে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নববর্ষের আয়োজন এবার আরও বিস্তৃত ও বড় পরিসরে হবে। যাতে কোনোভাবে নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করাই আমার দায়িত্ব। বাটাসহ বিদেশি কিছু দোকানে হামলা হয়েছে, যারা এসব ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি
সাংবাদিকদের আরেক প্রশ্নে অন্তর্বর্তী সরকারের আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যক্তিগত সন্তুষ্টি প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা যতটুকু সন্তুষ্ট, আমিও ততটুকুই।”
শোভাযাত্রার নাম নিয়ে সিদ্ধান্ত দেবে ঢাবি
একই সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “নববর্ষের শোভাযাত্রার নাম ‘মঙ্গল শোভাযাত্রা’ থাকবে কি না, সে সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিষয়ে ১০ এপ্রিল তাদের পক্ষ থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।”
তিনি জানান, এবারের উৎসবে বিপুল জনসমাগমের আশা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় মেলা আয়োজন ছাড়াও ২৬টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।


