26.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

এই মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজা’র মিছিলে, আপনিও আসুন: আজহারী

advertisment
- Advertisement -spot_img


ইসরায়েলের অব্যাহত বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ঘিরে রাজধানীতে সৃষ্টি হয়েছে জনস্রোত। মূল অনুষ্ঠান বিকালে শুরু হলেও সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ আসতে শুরু করে উদ্যানে। শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতসহ বিভিন্ন পয়েন্ট থেকে ছোট-বড় মিছিল এসে যোগ দিচ্ছে মূল সমাবেশে।

প্রতিটি মিছিলে অংশগ্রহণকারীদের হাতে দেখা গেছে বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা—যার মাধ্যমে তারা গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করছেন।

এই কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করে সংহতি জানিয়েছেন আলোচিত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লেখেন,
“মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে, এই মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সাথে নিয়ে।”

আজহারীর এই অংশগ্রহণ সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

শুক্রবার থেকেই এই কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের উল্লেখযোগ্য ব্যক্তিরা ভিডিও বার্তা দিয়েছেন।

সংহতি জানানোদের মধ্যে রয়েছেন—

  • জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শীর্ষস্থানীয় নেতা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও মাওলানা গাজী আতাউর রহমান
  • এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
  • খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের
  • জাতীয় দলের ক্রিকেটাররা: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম
  • ইসলামি বক্তারা: শায়খ আহমাদুল্লাহ, আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ
  • ইউটিউবার ও শিক্ষক এনায়েত চৌধুরী, আয়মান সাদিক, ডা. জাহাঙ্গীর কবির
  • উপস্থাপক আরজে কিবরিয়া, উদ্যোক্তা মাহমুদুল হাসান সোহাগ, অভিনেতা তামিম মৃধা
  • এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ

এই বিশাল সমর্থনপ্রাপ্ত কর্মসূচি শুধু রাজধানীতেই নয়, বরং দেশের সচেতন নাগরিকদের হৃদয়েও জায়গা করে নিয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ