এখন বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বড় সাইজের ইলিশ মণ প্রতি বিক্রি হচ্ছে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকায়। চলতি বছর গত বছরের তুলনায় ইলিশের সরবরাহ অনেক কম, যার কারণে ইলিশের দাম বেড়েছে। বিশেষ করে পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশে ইলিশের চাহিদা বেড়ে গেছে।
মৎস্য ব্যবসায়ীরা জানান, সাগর ও নদীতে ট্রলিং জাহাজের মাধ্যমে অবৈধ মাছ ধরা বেড়ে যাওয়ার কারণে বাচ্চা ইলিশের সংখ্যা কমে গেছে। তার ফলে মা ইলিশের সরবরাহ কমেছে এবং দাম বেড়েছে। অবৈধ জাল ও ট্রলিংয়ের কারণে মাছের সংখ্যা কমে যাওয়ার পেছনে এক বড় কারণ।
এছাড়া, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ শিকার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় জেলেরা দ্রুত ট্রলার নিয়ে ঘাটে ফিরছে, তবে ইলিশের সরবরাহ কম থাকায় দাম আরো বৃদ্ধি পেয়েছে। সাগরে বৃষ্টিপাতের অভাব এবং বাড়তি জালের ব্যবহারও ইলিশের পরিমাণ কমানোর মূল কারণ হিসেবে উঠে এসেছে।”
সুত্রা২৪