24 C
Dhaka
Friday, January 16, 2026

আলোচিত ছাত্রদল নেতা জাকির খানের কারামুক্তি, নারায়ণগঞ্জজুড়ে শোডাউনে তীব্র যানজট

advertisment
- Advertisement -spot_img

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান দীর্ঘদিনের কারাভোগ শেষে রবিবার (১৩ এপ্রিল) সকালে কারামুক্ত হন। তাকে মুক্তি দিতে জেলা কারাগার থেকে বের করে আনা হলে তার অনুসারীরা শহরজুড়ে ব্যাপক শোডাউনের আয়োজন করেন।

জাকির খানের মুক্তির খবরে শত শত মোটরসাইকেল ও গাড়ি নিয়ে নেতাকর্মীরা জড়ো হন কারাগার চত্বরে। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা, যার ফলে শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। ঢাকাগামী ও শহরের অভ্যন্তরীণ সড়কে ব্যাপক যান চলাচলে বিঘ্ন ঘটে।

মুক্তি পাওয়ার পর মাকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন জাকির খান। দীর্ঘ ২২ বছর পর ছেলেকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা আছিয়া খানম।

জাকির খান ছিলেন চারটি হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলার আসামি। ২০২২ সালের ৩ সেপ্টেম্বর ঢাকার বসুন্ধরা এলাকা থেকে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হন তিনি। বিভিন্ন মামলায় জামিন এবং আলোচিত সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় খালাস পাওয়ার পর অবশেষে তিনি কারামুক্ত হন।

তাঁর আইনজীবীরা দাবি করেন, এই মামলা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ ছিল এবং দীর্ঘদিন বিদেশে থাকলেও তার জনপ্রিয়তা অটুট ছিল। কারামুক্তির পর আবারও রাজনীতির মাঠে সক্রিয় হবেন বলে ধারণা করা হচ্ছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ