25.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

ঈশ্বরদীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ এক নেতা

advertisment
- Advertisement -spot_img

পাবনার ঈশ্বরদীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার দাশুড়িয়া মোড়ে এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি স্ট্যান্ড নিয়ন্ত্রণ ও চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামানিক ও তার ভাই রকু প্রামানিক এবং দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের নেতা বিপুল মোল্লার মধ্যে। শুক্রবার প্রথম দফায় সংঘর্ষ হলেও রোববার বিরোধ ফের রক্তক্ষয়ী রূপ নেয়।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলেও রিপন ও বিপুল মোল্লার মন্তব্য পাওয়া যায়নি। দুই পক্ষই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের অনুসারী হিসেবে পরিচিত।

হাবিবুর রহমান বলেন, “আগের বিরোধ মিটিয়ে দেওয়া হলেও আজকের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ