সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির নির্মম হত্যাকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন। মঙ্গলবার (১৫ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন থাকলেও র্যাব তা দাখিল করতে ব্যর্থ হয়। এর ফলে আদালত আগামী ২১ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন। এ নিয়ে মোট ১১৭ বার পেছানো হলো প্রতিবেদন দাখিল।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। পরদিন সকালে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়।
হত্যাকাণ্ডের পর শেরেবাংলা নগর থানায় রুনির ভাই মামলা দায়ের করেন। তদন্তের দায়িত্ব পড়ে ডিবি ও পরে হাইকোর্টের নির্দেশে র্যাবের হাতে। কিন্তু দীর্ঘ ১৩ বছরেও তদন্তে আশানুরূপ অগ্রগতি হয়নি।
এই মামলায় মোট আটজন আসামি থাকলেও, কেউই এখনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। প্রতিনিয়ত তারিখ পরিবর্তন আর প্রতিবেদন দাখিলে ব্যর্থতা এই মামলার বিচার প্রক্রিয়াকে করেছে ধীর ও প্রশ্নবিদ্ধ।
সুত্রা২৪