নোয়াখালীর বেগমগঞ্জে বৈশাখী মেলায় ঘুরতে গিয়ে স্ত্রীর গলায় ছুরিকাঘাত করে হত্যা করেছে স্বামী। নিহত লাকি বেগম (১৮) পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের মাজরের ওরস উপলক্ষে আয়োজিত মেলায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক স্বামী সাকিব হোসেনকে (২৫) স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত লাকির বাড়ি বেগমগঞ্জ উপজেলার কালাপুল এলাকার বেদে পল্লীতে। তার স্বামী সাকিব নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া এলাকার বাসিন্দা।
নিহতের মা শেফালী বেগম জানান, এক বছর আগে পারিবারিকভাবে লাকির বিয়ে হয়। কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। রোববার ঝগড়ার সময় সাকিব স্ত্রীকে মারধর করেন এবং নিজের মোবাইল ভেঙে মাথায় আঘাত করে নাটক করেন।
সোমবার সন্ধ্যায় সাকিব ও তার পরিবারের সদস্যরা লাকিকে নিয়ে মেলায় যান। একপর্যায়ে নাগরদোলায় ঘুরতে উঠলে সাকিব স্ত্রীকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
লাকিকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, “ধৃত আসামি সাকিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পারিবারিক কলহ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”