25.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

রাষ্ট্রপতির পর এবার প্রধানমন্ত্রীর পদে লড়তে চান খাইরুল দেওয়ান

advertisment
- Advertisement -spot_img

আলোচনায় আবারও উঠে এলেন খাইরুল দেওয়ান। ২০২৩ সালে রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়ে যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছিলেন, এবার তিনি সরাসরি প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি একটি ব্যানারে নিজের ছবি সম্বলিত পোস্টার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে লেখা— “প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল দেওয়ান, চেয়ারম্যান, জনকল্যাণ পার্টি।” এতে তিনি দেশবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন।

পাশাপাশি পহেলা বৈশাখ উপলক্ষে দেওয়া তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি প্রতিহিংসামুক্ত রাজনীতির পক্ষে কথা বলেন। বলেন, “এক দল যায়, আরেক দল আসে, কিন্তু প্রতিহিংসা যায় না। আমরা ভালো কিছু করতে রাজনীতি করি। প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল, প্রতিহিংসামুক্ত দেশ দেখতে চাই।”

তবে বক্তব্যে কিছু বিতর্কিত মন্তব্যও করেছেন তিনি— “আজকের পর থেকে যারা মানুষের গায়ে হাত দিবা, পুলিশের গায়ে হাত দিবা, তাদের হাত-পা ভেঙে দেব।” একইসঙ্গে তিনি বলেন, কোনো অন্যায় হলে পুলিশকে ডাকতে এবং আইনের আওতায় আনতে হবে।

খাইরুল দেওয়ান দাবি করেন, “আমি রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, এমনকি ডাক্তারির বিষয়েও লেখাপড়া করেছি। আমাকে ছোট করে দেখার কিছু নেই।” তিনি আরও জানান, ২০২৩ সালে রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে চাইলেও মনোনয়ন ফরম না পেয়ে তিনি মানববন্ধন করেছিলেন এবং প্রয়োজনে আইনি লড়াই করারও ঘোষণা দিয়েছিলেন।

খাইরুলের এই পদক্ষেপকে কেউ দেখছেন ব্যতিক্রমধর্মী রাজনীতির চেষ্টা হিসেবে, আবার কেউ বলছেন এটি নিছক প্রচারণামূলক কৌশল। যেভাবেই হোক, খাইরুল দেওয়ান আবারও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার শীর্ষে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ