26.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়ির পাশে অগ্নিকাণ্ড, তদন্ত দাবি পরিবারের

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের পঞ্চগড়ের বাড়ির পাশে খড় ও খড়ি রাখার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে বোদা পৌরসভার দক্ষিণ সাতখামার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, মধ্যরাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে ঘরটিতে। পাশের বাড়ির লোকজন আগুন দেখে চিৎকার করলে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সাদ্দামের মূল বসতবাড়ি অক্ষত থাকলেও আগুনে খড়ের ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সাদ্দামের মা আনোয়ারা বেগম বলেন, “১০ বিঘা জমির খড় ছিল ওই ঘরে। আমার স্বামী দীর্ঘদিন অসুস্থ। ঘর আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় আমরা ভীষণ আতঙ্কে রয়েছি। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আগুন লাগার পেছনে কারা জড়িত তা খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”

বোদা ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম জানান, “আগুনে প্রাথমিকভাবে এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আগুনের উৎস এখনো নিশ্চিত নয়।”

আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার জানান, “ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কে বা কারা আগুন লাগিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”

এদিকে, বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজে অগ্নিকাণ্ডের ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে— এটি পরিকল্পিত আগুন এবং ভাগ্যক্রমে পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেয়েছেন। তবে এলাকাবাসীর একটি অংশ বলছে, এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

বর্তমানে তদন্ত চলছে, তবে পরিবারের সদস্যরা দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ