খুলনায় ছয় দফা দাবিতে রেললাইন অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টার পর খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া রূপসা এক্সপ্রেস ট্রেনটি নগরীর বয়রা জংশন এলাকায় আটকে দেন তারা। ফলে প্রায় ৩ ঘণ্টা ধরে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আন্দোলনে অংশ নেওয়া খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী মো. হানিফ আকাশ জানান, খুলনা পলিটেকনিক, মহিলা পলিটেকনিক, সিটি পলিটেকনিক এবং ম্যানগ্রোভ পলিটেকনিকের শিক্ষার্থীরা যৌথভাবে এই আন্দোলন করছেন। তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—
- হাইকোর্টের মাধ্যমে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল,
- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বাতিল,
- উপসহকারী পাস করা প্রার্থীদের জন্য সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগসহ অন্যান্য দাবি।
ট্রেন আটকে দেওয়ার ফলে খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট ও মহানন্দা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন ছাড়তে পারেনি। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
খুলনা রেলস্টেশনের স্টেশনমাস্টার জাকির হোসেন জানান, সকাল ৯টা ১৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে যাওয়া রূপসা এক্সপ্রেস ট্রেনটি জংশনের আগে শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
চাইলে এটিকে রিপোর্টিং স্টাইলের বাইরে বিশ্লেষণধর্মী বা ব্যাকগ্রাউন্ড ফিচার হিসেবেও সাজিয়ে দিতে পারি।