নাটোরের গুরুদাসপুরে শিধুলী হাটের টাকা উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও মাদরাসা কমিটির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এর জেরে মাদরাসা কমিটির ৮ জন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (১৬ এপ্রিল) তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মাদরাসা কমিটির সদস্যরা অভিযোগ করেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রুবেল হাসানের দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলায় মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। শিধুলী হাট সরকারি তালিকাভুক্ত না হওয়ায় কিছুদিন ধরে হাটের আয় মাদরাসার বিভিন্ন শাখায় জমা হত, যা প্রায় দেড়শ শিক্ষার্থীর দ্বীনি শিক্ষার কাজে ব্যবহৃত হচ্ছিল।
সম্প্রতি, বিএনপি নেতা আব্দুল আজিজের অনুসারীরা হাটের আয় থেকে ভাগ চাওয়ার পর মাদরাসা কমিটির সঙ্গে বিরোধ তৈরি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা টাকা উত্তোলন বন্ধের পরামর্শ দিলেও, অভিযোগের ভিত্তিতে মাদরাসার সাধারণ সম্পাদকসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।
মাদরাসার মহতামিম মো. ফাতিহুল কবীর দাবি করেন, প্রশাসনের নির্দেশ মেনে তারা কাজ করছিলেন, কিন্তু রাজনৈতিক চাপের কারণে গ্রেপ্তার হয়েছেন।
এদিকে, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহাগ মাহমুদ দাবি করেন, মাদরাসা কমিটির সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব হয়নি, এবং বিষয়টি প্রশাসনের নজরে আসার পর মাদরাসা কমিটির সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, শিধুলী হাট সরকারি পেরিফেরিভুক্ত নয়, তাই মাদরাসা কমিটিকে টাকা উত্তোলন বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছিল।
গুরুদাসপুর থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, সেনাবাহিনীর কাছে মৌখিক অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে।