25.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন

advertisment
- Advertisement -spot_img

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় আলোচিত আসামি আরাভ খান ও তার স্ত্রীসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই রায় ঘোষণা করেন।

রায় অনুযায়ী, পলাতক রয়েছেন আরাভ খান (আসল নাম রবিউল ইসলাম) এবং তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া। বাকিরা—রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান—কারাগারে আছেন।

ঘটনাটি ঘটে ২০১৮ সালের ৮ জুলাই। বনানীর একটি অ্যাপার্টমেন্টে হত্যা করা হয় মামুনকে। পরে গাজীপুরের কালীগঞ্জে তার মরদেহ পেট্রল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। ১০ জুলাই লাশ উদ্ধার করে পুলিশ। এরপর মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম বনানী থানায় মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এ মামলায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরীর বিরুদ্ধেও পৃথক দোষীপত্র দেওয়া হয়েছে, যাদের বিচার চলছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ।

প্রসঙ্গত, রবিউল ইসলাম বর্তমানে “আরাভ খান” নামে দুবাইয়ে অবস্থান করছেন। ২০২৩ সালে দুবাইয়ে একটি বিলাসবহুল জুয়েলারি দোকান উদ্বোধনের মাধ্যমে তিনি আবারও আলোচনায় আসেন। একই বছর অস্ত্র আইনের একটি মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ