15 C
Dhaka
Friday, January 16, 2026

চট্টগ্রামে পুলিশের সঙ্গে অটোরিকশাচালকদের সংঘর্ষ, আহত অন্তত ১০

advertisment
- Advertisement -spot_img

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত বাহির সিগন্যাল এবং আশপাশের এলাকায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ।

সংঘর্ষের সময় বহদ্দারহাট, আরাকান সড়ক, কাপ্তাই রাস্তার মাথাসহ বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশের টিয়ারশেল ও ধাওয়ার মুখে পিছু হটে চালকরা। তারা অলি-গলিতে আশ্রয় নিয়ে সেখান থেকেই পুলিশের দিকে ইটপাটকেল ছোড়ে।

ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও, স্থানীয়রা জানান যে, গত কয়েকদিন ধরে চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে আসছে। চলতি মাসেই প্রায় তিন হাজার রিকশা জব্দ করা হয়, যা চালকদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। এরই প্রেক্ষিতে বুধবার তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এ বিষয়ে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ইজি বাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম শাখার আহ্বায়ক আল কাদেরী জয় বলেন, “আমাদের আজ কোনো কর্মসূচি ছিল না। কিন্তু চালকরা ক্ষুব্ধ হয়ে নিজেরা রাস্তায় নেমেছেন। এটি শ্রমিকদের জীবিকা। আমরা একটি সুষ্ঠু নীতিমালা চাই।”

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, “এখন কথা বলার মতো পরিস্থিতি নেই। আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। পরে বিস্তারিত জানানো হবে।”

বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এবং যৌথ বাহিনী মোতায়েন রয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ