27.9 C
Dhaka
Friday, May 16, 2025

অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ৩০ এপ্রিল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। রিমান্ড শুনানির তারিখ পরে আদালত নির্ধারণ করবেন।

এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বেইলি রোডে অবস্থানকালে সিদ্দিককে কয়েকজন যুবক আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার নামের এক ভ্যানচালক গুলিবিদ্ধ হন।

এ ঘটনার পর আহত জব্বার আলী গুলশান থানায় একটি মামলা করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০৯ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, হামলাটি পূর্বপরিকল্পিত এবং এতে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা জড়িত ছিলেন।

এদিকে, অভিনেতা সিদ্দিক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে। তিনি দাবি করেছেন, তিনি কোনো রাজনৈতিক সহিংসতায় যুক্ত নন এবং ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ