ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে সংঘটিত এক ভয়াবহ ডাকাতির ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। বুধবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে। মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন এলাকার বাসিন্দা মো. রবিউল আলম তার অসুস্থ প্রতিবেশীকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সময় শ্রীনগরের ছনবাড়ি মোড় এলাকায় ডাকাতদের কবলে পড়েন। যানজট এড়াতে সার্ভিস লেনে চলার সময় ষোলঘর এলাকার কাছে ছনের ব্যারিকেড দেখতে পান তিনি। গাড়ি থামার সঙ্গে সঙ্গেই দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত হামলার চেষ্টা করে। চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় গাড়িটি দ্রুত পেছনে চালিয়ে নিরাপদে সরে যায়। পুরো ঘটনাটি গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় ধারণ হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে বিশেষ একটি দল টানা অভিযানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত ৫ ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ব্যবহৃত অস্ত্র ও ঘটনার সময়কার পোশাকও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম মো. কামাল ওরফে ‘সিএনজি কামাল’ (৪০) গত বছর সেপ্টেম্বর মাসেও একই এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত ছিল। সে সময় তারা স্বর্ণালংকার, টাকা এবং একটি লাইসেন্সকৃত অস্ত্র ছিনিয়ে নেয়।
ঘটনার বিষয়ে শ্রীনগর থানায় ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ৩৯৫/৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।