24 C
Dhaka
Friday, January 16, 2026

ছাত্রলীগ নেতাকে অপহরণ করে ৬ লাখ টাকা মুক্তিপণ, বরিশালে বিএনপির ৩ নেতাকর্মী গ্রেফতার

advertisment
- Advertisement -spot_img

বরিশালে উপজেলা ছাত্রলীগের এক নেতাকে অপহরণ করে মুক্তিপণের ৬ লাখ টাকা আদায়কালে তিনজন বিএনপি নেতাকর্মীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) বরিশাল নগরীর চকবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা শাকিলকে উদ্ধার করা হয়েছে।

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সগির হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম প্রিন্স, সাইফুল ইসলাম সুজন ও সোলায়মান সুমনকে গ্রেফতার করা হয়। তারা সকলেই বরিশাল মহানগর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের রাজনীতির সঙ্গে জড়িত।

অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন শাকিলের বড় ভাই হাফিজুর রহমান শামিম।

ওসি মিজানুর রহমান জানান, আসামিদের থানা হাজতে রাখা হয়েছে এবং শুক্রবার (৯ মে) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ