24 C
Dhaka
Friday, January 16, 2026

বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে ভোট সম্ভব নয়: সালাহউদ্দিন

advertisment
- Advertisement -spot_img

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হলে কাউকে চাপিয়ে দেওয়া মত মানতে হবে—এমন ধারণা ভুল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে একটি সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে।

শনিবার (২৮ জুন) জিয়াউর রহমানকে নিয়ে স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আর কত? খানাপিনা খেয়ে সংস্কার হবে? সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের মত মেনে নিতে হবে—এমনটা ভাবলে ঐক্যমত্যে পৌঁছানো যাবে না। সংস্কার কোনো বাইবেল নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আর এই সংস্কারের মূল প্রবক্তা হচ্ছে বিএনপি। আমরা ইতোমধ্যে ৩১ দফা প্রস্তাব দিয়েছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের বাস্তবতায় পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছেন, তাদের উদ্দেশ্য ভালো নয়। তারা চায় নির্বাচন বিলম্বিত হোক বা পুরো প্রক্রিয়াটিই বানচাল হোক।”

বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে জানিয়ে তিনি বলেন, “সরকারকে দ্রুত নির্বাচনের দিনক্ষণ জানাতে হবে। স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রেস সচিব শফিকুল আলম।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ