31.4 C
Dhaka
Saturday, July 12, 2025

বাংলাদেশ নিয়ে এখনো একটি অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে: তারেক রহমান

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে বিগত সময়ে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১২ জুলাই) বিকেলে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “বাংলাদেশ নিয়ে এখনো একটি অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে। কে বা কারা সুস্থ-স্বাভাবিক পরিবেশকে অস্থির করে তুলছে, আমরা তা জানি।”

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বারবার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সে প্রশ্ন সরকারকেই করতে হবে। যুবদলের একজন কর্মীকে রগ কেটে হত্যা করা হয়েছে, অথচ এ নিয়ে কেউ কথা বলছে না। বিএনপি যখন এসব নিয়ে মুখ খোলে, তখন বলা হয় আমরা নাকি লাশের রাজনীতি করি।”

তিনি আরও বলেন, “তিন মাস আগে বিএনপি ‘জুলাই সনদ’ নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এখন এই সনদের বাস্তবায়ন নির্ভর করছে সরকারের ওপর।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করে বলেন, “অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে ইস্যু বানিয়ে কেউ কেউ অস্থিরতা তৈরি করছে। প্রশাসনের ভেতরেও এখনো বিগত সরকারের দোসররা সক্রিয় রয়েছে। নতুন করে কেউ আবার ভূতের মতো যুক্ত হয়েছে কি না, সে দিকেও আমাদের সতর্ক থাকতে হবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ