32.3 C
Dhaka
Wednesday, July 23, 2025

সংস্কার অবশ্যই হবে, কারণ জনগণ সংস্কার চায়: নাহিদ ইসলাম

advertisment
- Advertisement -spot_img

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের জনগণ এবং কক্সবাজারবাসী দীর্ঘদিন ধরে সংস্কার ও বিচারের অপেক্ষায় রয়েছে। কেউ পিআর বুঝুক বা না বুঝুক, সংস্কার অবশ্যই হবে—কারণ জনগণ সেটা চায়, এবং এটাই দেশের উন্নয়নের একমাত্র পথ।

শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য উচ্চ পর্যায়ে পিআর (প্রতিনিধিত্বমূলক পদ্ধতি) বাস্তবায়ন জরুরি। নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে একটি শক্তিশালী কমিশন গঠন করতে হবে। তিনি সব রাজনৈতিক দলকে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সংস্কার কোনো দলীয় ইস্যু নয়, এটি দেশের কল্যাণে অপরিহার্য। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির জনসভা অনুষ্ঠিত হবে। সেখান থেকেই আমরা ‘জুলাই সনদ’ আদায়ের ঘোষণা দেব ইনশাআল্লাহ।

নাহিদ বলেন, অতীতে ফ্যাসিস্ট শাসনের সময় কক্সবাজার ছিল সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য। নারায়ণগঞ্জের মতো এখানেও গডফাদাররা ভয়ভীতি সৃষ্টি করতো। তবে বর্তমান সরকার তাদের অবসান ঘটিয়েছে এবং ভবিষ্যতে নতুন কোনো গডফাদার তৈরি হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, কক্সবাজার দেশের সম্ভাবনাময় একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে। দেশের সমুদ্রশক্তি ও নৌশক্তিকে বলবান করতে কক্সবাজারকে একটি শক্তিশালী ঘাঁটিতে রূপান্তরিত করতে হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ