29.4 C
Dhaka
Thursday, July 31, 2025

এনসিপি থেকে পদত্যাগ করলেন নীলা ইসরাফিল

advertisment
- Advertisement -spot_img

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এনসিপিকে ‘নীতিহীন’ এবং ‘রিফিউজ (Reject) দল’ আখ্যা দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

স্ট্যাটাসে নীলা ইসরাফিল লিখেছেন, এনসিপি (NCP) একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না। একজন নারী হেনস্তার শিকার হওয়ার পরও যখন অপরাধীর পক্ষেই নীরবতা পালন করা হয়, তখন সে জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।

তিনি অভিযোগ করেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করেছে যে ব্যক্তি—তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি; বরং সে দলীয় ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। এমন দল আর কোনো মতাদর্শ বা ন্যায়ের প্রতিনিধিত্ব করে না।

তিনি আরও উল্লেখ করেন, “আমি আজ থেকেই এনসিপির (NCP) সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছি। এই দলকে আমি ‘দান’ (reject) করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হবো না।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ