26.6 C
Dhaka
Thursday, July 31, 2025

“জনাব লুৎফুজ্জামান বাবর মজলুমদের জীবন্ত প্রতীক, তাঁকে হেয় প্রতিপন্ন করে কথা বলা গ্রহণযোগ্য নয়”

advertisment
- Advertisement -spot_img

অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির:

জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী বিএনপির শীর্ষ নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এক মন্তব্য করার পর ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “জনাব লুৎফুজ্জামান বাবর মজলুমদের জীবন্ত প্রতীক। তাঁকে হেয় প্রতিপন্ন করে কথা বলা গ্রহণযোগ্য নয়। Show respect, only then you will be respected।”

শিশির মনিরের এ মন্তব্য রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার প্রয়োজনীয়তা স্পষ্টভাবে তুলে ধরে। তিনি মনে করেন, একজন নির্যাতিত ও আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত নেতার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বা কটূক্তি করা শোভনীয় নয়।

উল্লেখ্য, সম্প্রতি নাসিরউদ্দিন পাটোয়ারী জনাব বাবরকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন, যা বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে শিশির মনিরের অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকজনের সমর্থন পেয়েছে।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন। আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হওয়ার পর তাকে নিয়ে নেতিবাচক বক্তব্যকে অনেকে অনাকাঙ্ক্ষিত এবং অশোভন বলেই মনে করছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ