28.8 C
Dhaka
Thursday, July 31, 2025

বিএনপিসহ ৩১টি দলের নিবন্ধন বাতিল হওয়ার যোগ্য: জাপা

advertisment
- Advertisement -spot_img

নির্বাচনে অংশগ্রহণ করা যদি কোনো অপরাধ হয়, তাহলে ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার কারণে বিএনপি, ইসলামী আন্দোলনসহ ৩১টি দলের নিবন্ধনও বাতিল হওয়ার যোগ্য—মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।

মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রেজাউল ইসলাম বলেন, কোনো একটি দলের পক্ষ থেকে অন্য দলগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের দাবি করা হলেও জাতীয় পার্টি সেই দাবিকে আমলে নিচ্ছে না। তিনি বলেন, “জাতীয় পার্টি ‘ফ্যাসিস্টের দোসর’—এমন অভিযোগের সঙ্গে আমরা একমত নই। নির্বাচনে অংশ নেওয়াকে যদি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়, তাহলে বিএনপি, ইসলামী আন্দোলনসহ আরও ৩১টি দলের নিবন্ধন বাতিল করা উচিত।”

তিনি আরও বলেন, “জাতীয় পার্টি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সকল শর্ত পূরণ করে নিবন্ধনপ্রাপ্ত হয়েছে। কেবলমাত্র আইন লঙ্ঘনের কারণেই কোনো দলের নিবন্ধন বাতিল হতে পারে। জাতীয় পার্টি কোনো আইন লঙ্ঘন করেনি।”

গণঅধিকার পরিষদ সম্প্রতি জাতীয় পার্টিসহ ১৪ দলকে ফ্যাসিবাদের সহযোগী আখ্যা দিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের দাবি তোলে। তার জবাবে রেজাউল বলেন, “নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার পর জাতীয় পার্টি নিবন্ধিত দল হিসেবেই বিগত তিনটি নির্বাচনে অংশ নিয়েছে। কেউ কেউ একদিকে নির্বাচনে অংশ নিয়েছে, আবার কিছু অংশ বর্জনও করেছে। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি ও ইসলামী আন্দোলনসহ ৩১টি দল অংশ নেয়। যদি এই অংশগ্রহণের কারণে জাতীয় পার্টির নিবন্ধন স্থগিত করতে হয়, তাহলে সেই ৩১টি দলের নিবন্ধনও বাতিল হওয়া উচিত।”

আগামী নির্বাচনে অংশ নেবে কিনা—এমন প্রশ্নের উত্তরে রেজাউল ইসলাম বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে জাতীয় পার্টি নির্বাচন করবে। তবে এখন পর্যন্ত সে রকম কোনো সমতাভিত্তিক পরিবেশ তৈরি হয়নি। সরকার একটি বিশেষ দলকে পৃষ্ঠপোষকতা করছে।”

নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “এই কমিশনের অধীনে এখনো কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কাজেই তারা পক্ষপাতদুষ্ট না পক্ষপাতহীন—তা এখনই বলা যাচ্ছে না। নির্বাচন হলে তা স্পষ্ট হবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ