28.8 C
Dhaka
Thursday, July 31, 2025

কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত ১৫

advertisment
- Advertisement -spot_img

কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৩০ জুলাই) বিকেলে মুরাদনগর উপজেলার আল্লাহ’র চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এনসিপি। মিছিল শেষে ফেরার পথে পেছন দিক থেকে কিছু লোকজনের উসকানিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি বলে জানা গেছে।

অন্যদিকে, বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন, আসিফ মাহমুদের নির্দেশে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে তারা পূর্বঘোষিত কর্মসূচি পালন করছিলেন। এসময় এনসিপির লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালালে সংঘাত শুরু হয়।

সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ