বিএনপি ও জামায়াতের বিদ্রোহী প্রার্থীরা চাইলে এনসিপি থেকে মনোনয়ন পেতে পারেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী কিন্তু সংস্কারের পক্ষে, তাদের মনোনয়ন দেব। জামায়াতের বিদ্রোহীরাও মনোনয়ন পাবেন। এছাড়া যারা টাকার কাছে হেরে গেছেন কিন্তু জনগণের সঙ্গে যোগাযোগ আছে এবং সংসদে প্রতিনিধিত্ব করতে চান—তাদের জন্যও এনসিপির দরজা খোলা।”
বুধবার সকালে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ১২৪ আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। সেখানেই এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আহমেদ এনসিপির প্রার্থী হবেন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তারা এখনো পদত্যাগ করেননি। পদত্যাগ করলে এ নিয়ে কথা বলা যাবে।”
অন্য দলের বিদ্রোহী প্রার্থীদের কতজন যোগাযোগ করছেন জানতে চাইলে তিনি বলেন, “সংখ্যা এখনই বলতে পারছি না। তবে অনেকেই যোগাযোগ করছেন। দেখেন, মাঠে আগুন জ্বলা বন্ধ হয়েছে—মানে যোগাযোগ শুরু হয়েছে।”


