20 C
Dhaka
Thursday, January 15, 2026

আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ, করবেন না নির্বাচন

advertisment
- Advertisement -spot_img

আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি দলটির মুখপাত্র হিসেবে এবং এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় আসিফ মাহমুদ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যতে দলের কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এর আগে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। একই সঙ্গে তার সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সে সময় উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। পরে মাহফুজ আলম উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হন।

গত ২৫ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়কের দায়িত্ব নেন। নাহিদের পদত্যাগের পর তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।

পরবর্তীতে গত ১০ ডিসেম্বর মাহফুজ আলম ও আসিফ মাহমুদ উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ