15 C
Dhaka
Saturday, January 17, 2026

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিল করলো হাইকোর্ট

advertisment
- Advertisement -spot_img

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭ সালে কাফরুল থানায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা চারটি মামলা হাইকোর্ট বাতিল করেছেন।

আজ বুধবার, হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই মামলাগুলো বাতিলের প্রশ্নে জারি করা রুলের ভিত্তিতে রায় প্রদান করেন।

এর আগে গত সোমবার (২১ অক্টোবর) হাইকোর্ট এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, সানজিদা সিদ্দিকীসহ বিএনপির আইনজীবীরা।

আইনজীবীদের মতে, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এই মামলা দায়ের করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ