15 C
Dhaka
Saturday, January 17, 2026

৩ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের মূল ভবনে বিচার কার্যক্রম শুরু হবে- আসিফ নজরুল

advertisment
- Advertisement -spot_img

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ৩ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনে বিচার কার্যক্রম শুরু হবে। আজ বুধবার সকালে ট্রাইব্যুনাল পরিদর্শনের পর তিনি এ কথা বলেন। তার সঙ্গে ছিলেন গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “আগামী ৩ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারকাজ শুরু হবে।” তবে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে প্রধান বিচারপতির সাথে তার বৈঠক নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

এদিকে, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শককে পাঠানো হয়েছে। তিনি বলেন, “ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার কপি পাঠানো হয়েছে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ