15 C
Dhaka
Saturday, January 17, 2026

রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি – প্রেস সচিব

advertisment
- Advertisement -spot_img

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে এখনো সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বুধবার যমুনা বাসভবনের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

শফিকুল আলম বলেন, ‘যারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন, আমরা বারবার অনুরোধ করছি তারা যেন বঙ্গভবনের আশেপাশ থেকে সরে যান। নিরাপত্তা বাড়ানো হয়েছে, তবে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

সরকার এ দাবির প্রতি কী মনোভাব পোষণ করছে, জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক ধরনের দাবি ওঠে, তবে সবগুলো দাবি সরকার গুরুত্ব দেয় না।’

গতকাল রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ছিলেন। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘এই প্রশ্ন তাদেরকেই করুন, যারা এই আল্টিমেটাম দিয়েছে।’

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে আজ বিএনপির প্রতিনিধিরা এসেছিলেন। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো আমাদের অংশীদার, তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতেও হবে।’

বিএনপির প্রতিনিধিদলে ছিলেন নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ