জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, মুক্তিযোদ্ধারা কোনো একক দলের সম্পদ নয়; তারা জাতির গর্ব ও জাতীয় সম্পদ। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দলীয় সম্পদ হিসেবে ব্যবহার করে তাদের মর্যাদা ক্ষুণ্ন করেছে।
শনিবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর ওয়ারীর টিকাটুলি শহীদ নবী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতের সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ড. মাসুদ এই মন্তব্য করেন। তিনি বলেন, “বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ নিয়ে আলোচনা চলছে। তবে বাস্তবতায় এখনো ফ্যাসিবাদ সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। বিশেষ করে, আওয়ামী দোসরদের উৎখাত করা না গেলে ছাত্র-জনতার বিপ্লব সফল হবে না।”
তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের অনেকেই নিজেদের দলের কর্মী হিসেবে দাবি করা হচ্ছে। তবে জামায়াতে ইসলামীর দৃষ্টিতে আন্দোলনের সব শহীদই জাতীয় বীর এবং জাতীয় সম্পদ। তাদেরকে দলীয় পরিচয়ে সীমাবদ্ধ করা উচিত নয়।
ড. মাসুদ বলেন, “হাসিনামুক্ত বাংলাদেশ হয়েছে, কিন্তু এখনো ফ্যাসিবাদের শেকড় মজবুত। এটি নির্মূল না করলে জাতির বিপ্লব ব্যর্থ হতে পারে। অন্তবর্তী সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে, যেখানে জামায়াতে ইসলামী পূর্ণ সহযোগিতা দেবে।”
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাসুদ সমালোচনা করেন, “বর্তমান সময়ে অনেক রাজনৈতিক দলে শৃঙ্খলার অভাব স্পষ্ট। মঞ্চে কে নেতা, কে কর্মী বোঝা যায় না। ক্ষমতার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে, যা জাতির জন্য হুমকি।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মানুষের হৃদয় জয় করার রাজনীতি করবে। আমরা হিন্দু সম্প্রদায়ের আশ্রয় ও নিরাপত্তার প্রতীক হয়েছি এবং হব। অপরাধীরা ইসলামকে ভয় পায়, কিন্তু নিরপরাধ মানুষদের জন্য ইসলাম শান্তির আশ্রয়।”
ওয়ারী পূর্ব থানা আমির মোতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এবং ড. আব্দুল মান্নান।


