21 C
Dhaka
Saturday, January 17, 2026

তরুণ প্রজন্মকে উপেক্ষা করে ক্ষমতা দখলের চিন্তা ভুল-হাসনাত আব্দুল্লাহ

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশে তরুণ প্রজন্মকে উপেক্ষা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের যে কোনো পরিকল্পনা ভুল সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি এ মন্তব্য করেন বুধবার ঢাকা কলেজ অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “যে কোনো শক্তি যদি মনে করে তারা তরুণদের বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, তাহলে তারা ভুল পথে রয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে প্রশাসন, ব্যবসায়ী এবং ফ্যাসিবাদ রক্ষায় সহায়তাকারী পুলিশ ও বিচারকদের প্রতি প্রচণ্ড ক্ষোভ রয়েছে। যারা মজলুমের ফাঁসির আদেশ দিয়েছেন, তাদের বিরুদ্ধেও ক্ষোভ রয়েছে।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম কখনোই অন্যায়ের কাছে আপস করবে না। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী প্রজন্ম তরুণদের দাসখতে নাম লেখাতে চায়, তবে আজকের তরুণরা জুলুমের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে। তরুণ প্রজন্মের ন্যায্য প্রশ্নকে সরকার ও ক্ষমতাসীনরা ভয় পাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তাই ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে তিনি মনে করেন।

আলোচনা সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখা। এতে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ