15 C
Dhaka
Saturday, January 17, 2026

খালেদা জিয়াকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া জানতে চাইলেন প্রধান বিচারপতি

advertisment
- Advertisement -spot_img
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিচার বিভাগের অন্যায়ের কারণে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে, তা জানতে চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশন সংক্রান্ত একটি মামলার শুনানিতে তিনি জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে এ বিষয়ে মতামত চান।

জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন আদালতে বলেন, “যদি আদালত চান, তাহলে ক্ষতিপূরণের মাত্রা নির্ধারণ করা সম্ভব। এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে।”

তিনি আরও উল্লেখ করেন, বিচার বিভাগের অন্যায় বা রাষ্ট্রীয় দুর্বৃত্তায়নের শিকার হলে প্রতীকী ক্ষতিপূরণ দেওয়ার একটি প্রথা চালু হওয়া উচিত।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “শেখ হাসিনার সরকার বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করে বেগম জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করেছে। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করাই ছিল এর উদ্দেশ্য।”

উল্লেখ্য, নাইকো দুর্নীতি মামলায় ১৭ বছর আইনি লড়াইয়ের পর বেগম খালেদা জিয়া সম্প্রতি খালাস পেয়েছেন। একই মামলায় শেখ হাসিনার মামলা ২০০৯ সালে ক্ষমতায় আসার পরই হাইকোর্টে বাতিল হয়ে যায়। আদালত সেই রায়ে বলেছিলেন, শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা দায়ের করা হয়েছিল।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ