34.8 C
Dhaka
Tuesday, April 29, 2025

প্রতিহিংসা ও প্রতিশোধ কখনো শান্তি আনতে পারে না: জামায়াত আমির শফিকুর রহমান

advertisment
- Advertisement -spot_img

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি বয়ে আনতে পারে না। আমরা মর্যাদা ও শান্তির সঙ্গে এ দেশে নিরাপদে বসবাস করতে চাই। তিনি বলেন, বিগত ১৫ বছর আমাদের ওপর নানা ধরনের জুলুম-নির্যাতন চলেছে, যার অবসান হয়েছে ৫ আগস্ট। সেই রাতেই আমি দলের কর্মীদের নির্দেশ দিয়েছি—আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে প্রতিশোধমূলক হামলার শিকার করা যাবে না।

মঙ্গলবার (২৯ এপ্রিল) মৌলভীবাজারের কুলাউড়ায় পৌরসভা হলরুমে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাটি কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণসংযোগ পক্ষের অংশ হিসেবে আয়োজিত হয়।

ডা. শফিক বলেন, “আমরা রাষ্ট্রের দায়িত্বে থাকি বা না থাকি, সংখ্যালঘু ভাইদের পাশে আছি, থাকব। রাষ্ট্রের দায়িত্ব কে পাবে তা মানুষের হৃদয়ে স্থান পাওয়ার ওপর নির্ভর করে—জোর করে নয়।”

তিনি বলেন, ৫ আগস্টের পর জামায়াতের নেতাকর্মীরা সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দিয়েছে। কেউ কোনো হামলা বা লুটপাটে জড়িত ছিল না। যারা অপরাধ করেছে, তাদের বিচার হোক। তবে আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।

অমুসলিমদের উদ্দেশে তিনি বলেন, “ভবিষ্যতে যদি কেউ আপনাদের ওপর অন্যায় করে, প্রতিরোধ গড়ে তুলুন, আমাদের পাশে রাখুন। কেউ যেন নিজের জন্মভূমি ছেড়ে যেতে বাধ্য না হয়।”

সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় জামায়াত নেতারা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

জামায়াত আমির বলেন, যারা জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা নেয়, তারা অপদস্থ হয়। আমরা শান্তিপূর্ণ ও সম্মানের সঙ্গে এই দেশের নাগরিক হিসেবে বসবাস করতে চাই, দেশের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংবেদনশীল ভূমিকা পালন করতে চাই।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ