34.7 C
Dhaka
Friday, May 2, 2025

ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র ফেরেনি: মির্জা ফখরুল

advertisment
- Advertisement -spot_img

“বাংলাদেশের অস্তিত্ব গণতন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পরও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তিনি বলেন, “গণতন্ত্রে যাওয়ার ওপরে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে। আজও জনগণ ভোটের মাধ্যমে সরকার ও সংসদ গঠন করতে পারছে না।”

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে মে দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক দলের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেটা বিএনপিই প্রথম সামনে এনেছে। সেই সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করুন। আর যেগুলোতে ভিন্নমত রয়েছে, তা নির্বাচিত সংসদে আলোচনা করে নির্ধারণ করুন। রাজনৈতিক দল এবং জনগণকে পাশ কাটিয়ে কোনো চুক্তি যেন দেশের স্বার্থ ক্ষুণ্ন না করে।”

শ্রমিক অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “যুগের পরিবর্তন হয়েছে, কিন্তু শ্রমিকের প্রয়োজন ও বঞ্চনা কমেনি। সরকারগুলো বারবার এসেছে, কিন্তু শ্রমজীবী মানুষের ন্যায্য পাওনা নিশ্চিত করতে পারেনি।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ