পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। মঙ্গলবার (৬ মে) বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবারে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের হাত ধরে তিনি এ দলে যোগদান করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে. এম. শরীয়াতুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। মোস্তাফিজুর রহমান তার শতাধিক নেতাকর্মী নিয়ে চরমোনাই দরবারে উপস্থিত হন।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে অল্প সময়ের জন্য বিএনপির সংসদ সদস্য ছিলেন মোস্তাফিজুর রহমান। তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। তবে বর্তমানে তাকে স্থানীয় বিএনপির কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে।
তবে, স্থানীয় বিএনপি রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ায়, মোস্তাফিজুর রহমান আগামী সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।