17 C
Dhaka
Saturday, January 17, 2026

লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে বিএনপির দু’পক্ষের হট্টগোল

advertisment
- Advertisement -spot_img

ঢাকার উত্তরা ১১ নম্বর সেক্টরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে পোশাক বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

শনিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে মূল অনুষ্ঠান শুরুর আগেই এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে লুঙ্গি বিতরণ অনুষ্ঠান চলছিল। সাড়ে ১১টার দিকে সেখানে হঠাৎ করে হট্টগোল বাঁধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হলেও তা গুরুতর নয় বলে জানা গেছে।

ওসি হাফিজ বলেন, “পোশাক বিতরণী অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছিল। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পর আর তেমন কিছু ঘটেনি।”

আহতের ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, “আমরা কাউকে আহত অবস্থায় পাইনি। দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছিল ঠিকই, তবে আমাদের উপস্থিতিতে তারা মিটিং করে পরিস্থিতি সামাল দেয়। ফলে সমাবেশটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।”

ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমিনুল হকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ