30.1 C
Dhaka
Wednesday, July 30, 2025

১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা যাবে ‘বিরল’ দিন

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – আগামী ২৮ ফেব্রুয়ারি সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। চাঁদ দেখা গেলে ১ মার্চ সেসব দেশে প্রথম রোজা হবে, এবং এটি হবে একটি বিরল দিন, যা ৩৩ বছর পর পর একবার ঘটে।

এই বছর, আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন এবং ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একসঙ্গে হবে। এর মানে, চন্দ্র ও সৌর মাস একসঙ্গে শুরু হবে, যা প্রতি ৩৩ বছরে একবার ঘটে।

জেদ্দার জ্যোতির্বিদ্যা সোসাইটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাজেদ আবু জাহরা এই বিষয়ে বলেন, “এটি একটি বিরল ঘটনা, যা সৌর ও চন্দ্রচক্রের জটিল পারস্পরিক ক্রিয়ার কারণে ঘটে। এটি যে কোনো মাসে হতে পারে, তবে এবার এটি ১ মার্চ ঘটবে।”

এটি মুসলিম বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ রমজান শুরু হওয়া এবং একসঙ্গে দুটি পঞ্জিকার নতুন মাসের শুরু হওয়া এক ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত হবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ