দেশের আকাশে রমজানের চাঁদ, কাল থেকে রোজা শুরু
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার (২ মার্চ) থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস রমজান। আজ রাতেই এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায় করবেন এবং ভোরে সেহরি খেয়ে রোজা রাখবেন।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন এলাকায় রমজানের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়। এরপর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ‘আজ দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, আগামীকাল রোববার থেকে রমজান মাস গণনা শুরু হবে। এছাড়া ২৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।’
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে, যা নির্ভর করে চাঁদ দেখার ওপর।