পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (২ মার্চ) সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
প্রধান কর্মসূচি
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—
✅ শাখাভিত্তিক স্বাগত শোভাযাত্রা
✅ শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল
✅ মাসব্যাপী বিনামূল্যে কোরআন উপহার প্রদান
✅ প্রত্যেক সদস্যের নিজস্ব কোরআন তেলাওয়াত সহীহ করা ও নতুন একজনকে শেখানো
✅ মসজিদভিত্তিক মক্তব ও কোরআন তালিম কোর্স আয়োজন
সুবিধাবঞ্চিতদের জন্য উদ্যোগ
📌 অসহায়, এতিম ও পথশিশুদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ
📌 হোটেল মালিক, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বার্তা পৌঁছানো
📌 শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে রমজান ক্যালেন্ডার ও গাইডলাইন বিতরণ
অন্যান্য কার্যক্রম
📍 ‘প্রোডাক্টিভ রমজান’ শীর্ষক আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক ইভেন্ট আয়োজন
📍 প্রতিটি শাখায় নিজস্ব সময়সূচি অনুযায়ী এই কর্মসূচি বাস্তবায়ন
ছাত্রশিবির জানিয়েছে, রমজানের পবিত্রতা ও তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে সারাদেশে এই কর্মসূচি পালন করবে সংগঠনের নেতাকর্মীরা।
সুত্রা২৪